Return & Refund Policy:
কারবারবিডি ডট কম কোন বিক্রেতার পন্য গ্রহন করে বিক্রয় করে না শুধু মাত্র বিক্রেতার পন্য ডিজিটাল বিপনন করে। বিক্রেতার পন্য বিক্রেতার কাছেই থাকে । কারবারবিডিতে বিক্রেতার পন্য প্রর্দশন হয়ে থাকে কিন্তু মোবাইল নাম্বার ও ঠিকানা দেওয়া থাকে না। ক্রেতার বিক্রেতার কোন পন্য পছন্দ হলে বিক্রেতার ঠিকানা ও মোবাইল নাম্বার গ্রহন করার জন্য কারবারবিডি ডট কম কে অফেরতযোগ্য ১৫ টাকা পেমেন্ট ওপশনে গিয়ে প্রদান করলে কারবারবিডি ডট কম বিক্রেতার ঠিকানা ও মোবাইল নাম্বার ক্রেতার নিকট প্রর্দশন করে।একজন নির্দিষ্ট বিক্রেতার যতই পন্য থাকুক না কেন ক্রেতা শুধু মাত্র একবার অফেরতযোগ্য ১৫ টাকা প্রদান করলেই আজীবন বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারবে ।এখেত্রে ১৫ টাকা ফেরত দেওয়ার কোন বিকল্প নাই আর যেহেতু পেমেন্ট ওপশনে বলাই থাকে ১৫ টাকা অফেরতযোগ্য ।
ক্রেতা বিক্রেতার পন্য পছন্দ হলে কারবারবিডির মাধ্যমে উভয়ের মধ্যে সংযোগ স্থাপন হলে ক্রেতা বিক্রেতার পন্য ভাল ভাবে যাচাই করে ক্যাশ অন ডেলিভারীর মাধ্যমে পন্য গ্রহন করবেন । ক্রেতা যখন পন্য অর্ডার করে তখন কারবারবিডি ডট কম ক্রেতার নিকট পন্য ভাল ভাবে যাচাই করে ক্যাশ অন ডেলিভারীর মাধ্যমে গ্রহন করতে অনুরোধ করে । তারপর কারবারবিডি ডট কম এর আর কোন দায়িত্ব থাকে না । যেহেতু ক্রেতা বিক্রেতার মধ্যে ক্যাশ অন ডেলিভারীর মাধ্যমে পন্যের ক্রয় বিক্রয় হয় সেখেত্রে উভয় পক্ষই প্রতারিত হয় না বরং লাভবান হয় ।