বিনিয়োগ কারী : এক জন বিনিয়োগ কারী তার অলস টাকা কোন বিশ্বত্ব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রত্যেক মাসে নির্দিষ্ট হারে লাভ গ্রহন করতে পারেন । এক্ষেত্রে কারবারবিডি ডট কম হতে পারে আপনার বিশ্বত্ব প্রতিষ্ঠান । আমাদের প্রতিষ্ঠান এর কার্যক্রম সম্প্রসারনের জন্য আমরা বিনিয়োগ কারী গ্রহন করি এবং তাদের বিনিয়োগ কৃত টাকা যথাযথ ভাবে ব্যবহার করে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বিনিয়োগ কারীর বিনিয়োগের সুদ প্রদান করি ।
বিনিয়োগ কারীর প্রকারভেদ : চাকুরীজীবী , ব্যবসায়ী , গৃহিনী , প্রবাসী , ছাত্র ।
বিনিয়োগের পরিমান : এক জন বিনিয়োগ কারী সর্বোচ্চ নিজ নামে দুইবার বিনিয়োগ করতে পারবেন । বিনিয়োগের পরিমান সর্বনিম্ন ২০,০০০/-(বিশ হাজার ) টাকা থেকে সর্বোচ্চ ১,০০,০০০/-(এক লক্ষ ) টাকা পর্যন্ত হতে পারে।
কারবার বিডি তে বিনিয়োগ কারীর সূবিধা সমূহ :
১ # বিনিয়োগ কারীর টিন সার্টিফিকেট না থাকলেও চলবে । কোন প্রকার ট্যাক্স কর্তন করা হবে না ।
২ # আর্থিক প্রতিষ্ঠান গুলো যেখানে বার্ষিক ৫ থেকে ৬ শতাংশ হারে লাভ প্রদান করে সেক্ষেত্রে কারবার বিডি ডট কম বার্ষিক সর্বোচ্চ ৮ শতাংশ হারে বিনিয়োগের লাভ মাসিক হারে প্রদান করে। যেমন আপনি যদি ২০০০০ (বিশ হাজার টাকা) কারবারবিডি ডট কম এ বিনিয়োগ করেন তাহলে আপনার লাভ হচ্ছে বছরে ১৬০০ টাকা আর মাসে লাভ হচ্ছে ১৩৩.৩৩ টাকা যা আপনি চাইলে পরের মাসে তুলতে পারবেন অথবা বছর শেষে এক বারেও উত্তোলন করতে পারবেন ।
৩ # বিনিয়োগ কারীকে বিনিয়োগ কৃত অর্থ সর্বনিম্ন ১ বছর রাখতে হবে তবেই বিনিয়োগ কারী ৮ শতাংশ হারে লাভ গ্রহন করতে পারবেন । কোন ভাবেই বিনিয়োগ এক বছরের আগে উত্তোলন করা যাবে না ।

Please note that you carefully review every Investor before fillup the form below :

Want to get in touch?

Please fillup the form correctly !!