> আপনি যদি মার্চেন্টের অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ভিডিও টি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন।
কারবারবিডি ডট কম একটি অনলাইন মার্কেট প্লেস যেখানে ক্রেতা-বিক্রেতা সরাসরি নিজেদের মধ্যে ক্যাশ অন ডেলিভারীর মাধ্যমে পন্য কেনা বেচা করতে পারবে।এক্ষেত্রে কারবারবিডি ডট কম ক্রেতা-বিক্রেতার মধ্যে একটি মাধ্যম হিসাবে কাজ করে এবং বাংলাদেশে কারবারবিডি ডট কম প্রথম এই ব্যবসায়িক ধারনা উদ্ভাবন করলো।
কেন আপনি কারবারবিডি এর মার্চেন্ট হবেন :
কারবারবিডি আপনার পন্য গ্রহন করবে না , আপনার পন্য আপনি রাখবেন , আপনি সরাসরি ক্যাশ অন ডেলিভারীর মাধ্যমে পন্য ক্রেতার নিকট পৌছাবেন । কারবারবিডি আপনার পন্যকে সুন্দর করে দেশ বিদেশে ক্রেতার নিকট উপস্থাপন করবে যাতে করে আপনার প্রতিষ্ঠান একটি গ্লোবাল ব্র্যান্ড হয় এবং পন্যের বিক্রি বৃদ্ধি পায় এবং পন্যের বিক্রি বৃদ্ধিতে কারবারবিডি সর্বাত্বক প্রচেষ্ঠা করবে ।
কারবারবিডি তে মার্চেন্ট হয়ে আপনার লাভ :
> প্রথমে কারবরাবিডি এর ওয়েবসাইডে প্রবেশ করবেন ।
> মেনু বারে ক্লিক করবেন।
> হাউ টু বি মার্চেন্ট এ ক্লিক করলে আপনি একটি ভিডিও দেখতে পারবেন ।
> ভিডিও দেখে আপনি সহজেই কারবারবিডি এর মার্চেন্ট হতে পারবেন অথবা কারবারবিডি এর প্রতিনিধি আপনাকে সহোযোগিতা করবে ।
যেভাবে আপনি কারবারবিডি এর মার্চেন্ট হবেন :
> অধিক পন্য বিক্রির সম্ভাবনা।
> আপনার প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসাবে তৈরী করা।
> আমাদের গ্রাফিক ডিজাইনার আপনার পন্যকে সুন্দর করে ডিজাইন করবে যাতে করে পন্যটি ক্রেতার নিকট অধিক আর্কষনীয় হয় ।
> আপনার পন্য বিক্রির পর কারবারবিডিকে সাপ্তাহিক /পাক্ষিক/ মাসিক ভিত্তিতে পন্যের বিক্রির উপর ১০% থেকে ২০% কমিশন দিতে পারবেন।
> কম মূল্যে আপনার বিজ্ঞাপন দিতে পারবেন।
> আমাদের বিজ্ঞাপন রেট ৩০,০০০/৩ মাস, ৬০,০০০/৬ মাস, ৯০,০০০/৯মাস, ১,২০,০০০/১২ মাস।তবে আমাদের মার্চেন্ট এর খেত্রে এই রেট ১০% ডিসকাউন্ট এ হবে।
> মার্চেন্ট রেজিষ্ট্রেশনের জন্য ফি ২০০০ টাকা প্রযোজ্য ।